আর্কাইভ থেকে বাংলাদেশ

মাদারীপুরে ৫টি অবৈধ ড্রামট্রাক জব্দ, ৫ চালকের কারাদণ্ড

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বালুবাহী ড্রামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৫ চালককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-  আনোয়ার হোসেন (১৯), নূর আলম মৃধা (২৩), সুজন শেখ (২৪), ফিরোজ মাদবর (১৮) ও জুয়েল হাওলাদার (২৫)।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে এই কারাদণ্ড দেয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রামট্রাক চালানোর কারণে প্রায় দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার পাঁচ্চর, মাদবরচর, সন্নাসীরচর, বন্দরখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫জন চালকসহ ৫টি অবৈধ ড্রামট্রাক জব্দ করা হয়। পরে আটক ৫ চালকের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, বৈধ কোনো কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ড্রামট্রাকগুলোকে জব্দ করা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

 মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন