আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেট সূচিতে ফের পরিবর্তন এনেছে আইসিসি

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়েন্ডে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ক্রিকেটের মেগা আসরটির সূচিও প্রকাশ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে সূচি প্রকাশে কিছুদিন পরেই সূচিতে পরিবর্তন আসবে বলে গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে তা সত্য হলো। বিশ্বকাপের বাংলাদেশের ৩ ম্যাচ সহ মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপ সূচি ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। একদিন এগিয়ে আনা হয়েছে সেই ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। পরিবর্তন করে সেই ম্যাচ আনা হয়েছে ১৪ অক্টোবর।

ভারত পাকিস্তানের ম্যাচটি একদিন এগিয়ে আনায় সেদিনের বাংলাদেশের ম্যাচের সূচিতেও এসেছে পরিবর্তন। একদিন এগিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি আয়োজন করা হবে ১৩ অক্টোবরে।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে দিনের পরিবর্তন না হলেও সময়ের পরিবর্তন করা হয়েছে। দিবারাত্রির ম্যাচটি এখন শুরু হবে সকালে। বাংলাদেশ স্থানীয় সময় ১১টায় শুরু হবে ম্যাচটি। আর অস্ট্রেলিয়ার সাথে ১২ নভেম্বরের ম্যাচটি একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সেই খেলাটিও শুরু হবে সকাল ১১ টায়।

এশিয়ার দুই জায়ান্ট পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি ১২ তারিখ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর হবে ম্যাচটি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন