আর্কাইভ থেকে বাংলাদেশ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী অ্যাশলে বার্টি

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিন্সকে হারিয়েছেন অ্যাশলে বার্টি। আমেরিকান  ড্যানিয়েল কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে হারিয়ে শিরোপা জিতছেন অস্ট্রেলিয়ান বার্টি। 

বিগত ৪৪ বছর ধরে অস্ট্রেলিয়ার কোনো টেনিসারই বছরের প্রথম গ্রান্ড স্লাম জয় করতে পারেননি। অস্ট্রেলিয়ার ৪৪ বছরের টেনিস ইতিহাসে ঘরের মাঠে গ্রান্ড স্লাম জয়ের ক্ষেত্রে বার্টিই প্রথম কোনো নারী খেলোয়াড়। ১৯৭৮ সালের ক্রিস ও‘নেল এই গ্রান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন।

এবারের গ্রান্ড স্লাম নিয়ে তিনটি শিরোপা হলো বার্টির। এর আগে ২০১৯ সালে ফেঞ্চ ওপেন ও ২০২১ সালে উইম্বলডনের শিরোপা জিতেন তিনি।

সেমিফাইনালে ইগা শিওতেককে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ডানিয়েল কলিন্স। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাডিসন কীসকে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিলেন বার্টি। প্রায় এক ঘণ্টার লড়াই শেষে দুই সেটে ৬-১ ও ৬-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন তিনি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন