আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করেছেন ‍নিপুণ

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করেছেন নায়িকা ‍নিপুণ। শনিবার (২৯ জানুয়ারি) ভোররাতে নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পর এই আপিল করলেন তিনি। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে ১৩ ভোটে পরাজিত হন নিপুন।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।

ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান ভোট পেয়েছেন যথাক্রমে ১৯১ ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি সভাপতি পদে মিশা সওদাগর ১৪৮টি ভোট পেয়েছেন। আর নিপুন ১৬৩টি ভোট।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন