এশিয়া কাপের দল ঘোষণা কবে জানালেন: পাপন
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে বড় পরীক্ষা এশিয়া কাপ। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবগুলো দল। শনিবার বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হবে। স্কোয়াড ঘোষণার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
ছয় জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে স্কোয়াড ঘোষণার জন্য আগামী শনিবার (১২ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই সময়ের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে।
নাজমুল হাসান পাপন বলেন, শনিবার বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হবে। দল ঘোষণার আগে বেশ কিছু প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পাবেন কি না, সৌম্য সরকারকে ফেরানো হবে কি না, তামিমের বিকল্প হিসেবে কে থাকবেন দলে—এসব প্রশ্নের উত্তর অবশ্য দল ঘোষণার আগে পাওয়া যাবে না।
ইনজুরি ও নানান নাটকীয়তার পর তামিম ইকবাল সরে দাঁড়ানোয় সাকিবকে সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিযুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালে মাশরাফী বিন মুর্তজা সরে দাঁড়ানোর পর তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তামিমের অধীনেই ওয়ানডে সুপার লিগে দাপট দেখিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে টাইগাররা। তবে চোটের কারণে সাম্প্রতিক সিরিজগুলোয় অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম।