বাড্ডা থেকে ঢাকা উত্তর বিএনপির গণমিছিল শুরু
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ শুক্রবার (১১ আগস্ট) বিকালে শুরু হওয়া এই গণমিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমিছিলে আরো উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম। এর আগে দুপুরে বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ষোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মী।
বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।