চট্টগ্রামে শনাক্তের হার ২৭.৪২ শতাংশ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১ হাজার ১১৫ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত অঞ্চলে ১ লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৭৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।
তাসনিয়া রহমান