আর্কাইভ থেকে ফুটবল

বায়ার্ন ঘোষণা করলো হ্যারি কেইন এখন তাদের

চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেল। রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো দিয়ে টটেনহ্যাম থেকে হ্যারি কেইনকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ।

শনিবার বায়ার্ন মিউনিখ আনুষ্ঠানিকভাবে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। বাভারিয়ানদের সঙ্গে তার চার বছরের চুক্তি হয়েছে। বায়ার্নের ৯ নম্বর জার্সি পরবেন ৩০ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড।

Welcome to #FCBayern, @HKane! 🔴⚪#ServusHarry

— FC Bayern Munich (@FCBayernEN) August 12, 2023 চুক্তির ঘোষণা দিয়ে বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে পোস্ট করেছে। সেখানে কেইনের হাতে জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। পোস্টে লিখেছেন, ‘হ্যারি কেইন এখন বায়ার্ন মিউনিখের খেলেয়াড়।’

A message from @HKane 🤳

Looking forward to seeing you all! 👋 #FCBayern #ServusHarry pic.twitter.com/hV54AkPyYr

— FC Bayern Munich (@FCBayernEN) August 12, 2023

চুক্তি করে এক ভিডিও বার্তায় বায়ার্ন ভক্তদের কেইন বলেছেন, ‘তোমাদের গর্বিত করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আশা করছি তোমাদের অনেক সেরা মুহূর্ত দিতে পারবো, যার স্মৃতি হবে অমলিন। এখন থেকে আমি তোমাদের।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন