আর্কাইভ থেকে দেশজুড়ে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দাবিতে বরিশালে সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠন।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর বালা সভাপতিত্বে আজ অশ্বিনী কুমার হলের সামনের সদর রোডে বেলা ১১ টায় এ কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সাধারণ জনতার বাক স্বাধনীতাকে হরণ করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ছাত্রনেতা, শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

আয়োজকদের পক্ষে সমাবেশের সভাপতি কিশোর চন্দ্র বালা ঘোষণা দেন, যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি পরিচালনা করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন