আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, আক্রান্ত ৩৯৪

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৯ হাজার ২৩ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৯১২ জন।

বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন। এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৬২ জন, পিরোজপুর জেলায় ৫৫ জন, বরগুনায় ৬৯ জন, ভোলায় ৫৪ জন, পটুয়াখালী সদর হাসপাতালে ৬৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন