আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতিহাস গড়লেন নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্রান্ড স্লাম জিতেছেন তিনি।

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ, দুজনেই জিতেছেন ২০টি করে গ্রান্ড স্লাম। নাদালও ছিলেন সেই কাতারে। পুরুষ এককে দানিল মেদভেদেভকে হারিয়ে এবার অন্য দুই প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেলেন ৩৫ বছর বয়সী তারকা। 

রোববার (৩০ জানুয়ারি) নাদাল দানিলকে হারিয়েছেন ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪ ও ৭-৫ সেটে।

এদিকে, শনিবার নারী এককে গ্রান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। যুক্তরাষ্ট্রের ডানিয়েলে কলিন্সকে হারিয়ে শিরোপা জিতেছেন ঘরের মেয়ে অ্যাশলে বার্টি। ফাইনালে বার্টির জয় ৬-৩, ৭-৬ (৭-২) সেটে।

বিগত ৪৪ বছর ধরে অস্ট্রেলিয়ার কোনো টেনিসারই বছরের প্রথম গ্রান্ড স্লাম জয় করতে পারেননি। অস্ট্রেলিয়ার ৪৪ বছরের টেনিস ইতিহাসে ঘরের মাঠে গ্রান্ড স্লাম জয়ের ক্ষেত্রে বার্টিই প্রথম কোনো নারী খেলোয়াড়। ১৯৭৮ সালের ক্রিস ও‘নেল এই গ্রান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন।

এবারের গ্রান্ড স্লাম নিয়ে তিনটি শিরোপা হলো বার্টির। এর আগে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২১ সালে উইম্বলডনের শিরোপা জেতেন তিনি। সেমিফাইনালে ইগা শিওতেককে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ডানিয়েল কলিন্স। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাডিসন কীসকে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিলেন বার্টি। প্রায় এক ঘণ্টার লড়াই শেষে দুই সেটে ৬-১ ও ৬-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন তিনি।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন