আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানে খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা

পাকিস্তানে অতর্কিত হামলায় পাস্তর উইলিয়াম সিরাজ নামে এক খ্রিস্টান যাজক মারা গেছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। সোমবার এ খবর জানিয়েছে এক্সপ্রেস ডট ইউকে।

পুলিশ জানিয়েছে, রোববার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশওয়ারে গির্জা থেকে বাড়িতে যাওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে ওই যাজককে হত্যা করে এবং তার সহকর্মীকে আহত করে। 

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, পাস্তর সিরাজ ও তার সহকর্মী রেভ প্যাট্রিক নায়িমকে বহনকারী গাড়িটি পেশওয়ারের চামকানি অঞ্চলে পৌঁছালে হামলাকারী গুলি ছোড়ে। এতে পাস্তর মারা যান এবং রেভ আহত হন।  
 
এ হত্যাকাণ্ডের  নিন্দা জানিয়েছেন, প্রোটেস্টেন্ট গির্জার সবচেয়ে জ্যেষ্ঠ বিশপ আজাদ মার্শাল। এক টুইটে তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং পাকিস্তান সরকারের প্রতি খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। 
 
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত আফগানিস্তানের লাগোয়া। ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যারা আফগান তালেবানের সহযোগী হিসেবে কাজ করছে।   

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন