আর্কাইভ থেকে আইন-বিচার

র‌্যাবের অভিযানে দুই নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৩ আগস্ট) বিশনন্দি ফেরিঘাট এলাকা র‌্যাব সিপিএসসি নরসিংদী ও সিপিএসসি আদমজীনগরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

রোববার রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. খলিলুর রহমান।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার বড়মুড়া গ্রামের আবুল বাসারের মেয়ে নয়ন (২৬) এবং একই উপজেলার ধজনগর গ্রামের লতিফ ভূঁইয়ার মেয়ে শিরিনা আক্তার (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দি ফেরিঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব। মাদক বেচাকেনাকালে নয়ন এবং শিরিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক আসামিরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজসে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশপাশের এলাকায় সরবরাহ করেন।

এছাড়া আটকদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. খলিলুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন