চট্টগ্রামের মাটিতে আগে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
একদিনের বিরতি শেষে আজ সোমবার (৩১ জানুয়ারি) আবারো শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, দিনের প্রথম ম্যাচে টেবিল টপার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরের মাঠে হার দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ট্র্যাকে ফিরেছে বন্দরনগরীর দলটি। অধিনায়ক ইস্যুকে পাশ কাটিয়ে জয়রথ ধরে রাখার মিশন তাদের সামনে।
রোববার (৩০ জানুয়ারি) অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে চট্টগ্রামের দলটি। যাকে নিয়ে এত নাটকীয়তা, সেই মেহেদি হাসান মিরাজ রয়েছেন আজকের একাদশে। গত ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে চট্টগ্রাম, আজ সেই দল নিয়েই মাঠে নেমেছে চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে আস্থার নাম বেনি হাওয়েল। রানে আছেন সাব্বির-আফিফরা। বোলিংয়ে, অভিষেকেই মৃত্যুঞ্জয়ের বাজিমাত। করেছেন হ্যাটট্রিক। কোচ পল নিক্সন ফিরে গেলেও শন টেইট প্রথম ম্যাচেই পেয়েছেন জয়ের স্বাদ। সব মিলিয়ে শুরু থেকেই ভিক্টোরিয়ান্সদের চেপে ধরতে চাইবে চট্টলার দলটি।
তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের। কারণ সালাউদ্দিন শিষ্যরা আছে দুর্দান্ত ফর্মে। দুই ম্যাচে দুই জয়ে তারা আছে টেবিলের দুইয়ে। কুমিল্লা স্বস্তি খুঁজতে চাইবে জয়-ইমরুলদের ব্যাটে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
নাঈম ইসলাম (অধিনায়ক), কেনার লুইস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসিস, করিম জানাত, মাহমুদুল হাসান জয়, মুস্তাফিজুর রহমান, এমডি শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদুল ইসলাম।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় ফরচুন বরিশাল মুখোমুখি হবে খুলনা টাইগার্স।
হাসিব মোহাম্মদ