আর্কাইভ থেকে জাতীয় পার্টি

জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সোমবার (১৪ আগস্ট) বেলা তিনটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

আগামী নির্বাচন নিয়ে দুই পক্ষই খোলামেলা আলোচনা করেছেন বলে জানা গেছে। জাতীয় পার্টি থেকে মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দলটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তা রয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

এর আগে গত ৪ জুন পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জিএম কাদের।

 

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন