বাংলাদেশের অনুশীলন চলাকালে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন করছে মূল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মিরুপুরে টাইগারদের অনুশীলনের মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে ম্যাচের আবহে অনুশীলন করছিল বাংলাদেশ দল। তখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পুরো দল অনুশীলন বন্ধ করে নিরাপদে দাঁড়িয়ে থাকে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, ‘শর্ট সার্কিটের কারণে ফ্লাড লাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। বৃষ্টির কারণে আপাতত ঠিক করা সম্ভব হচ্ছে না। ফ্লাডলাইট পাল্টাতে হবে না। বাকি লাইটগুলো জ্বলছে, এখন অনুশীলন করছে ক্রিকেটাররা।’