কুলাউড়ায় আটক জঙ্গিদের নিয়ে আবারও সিটিটিসির অভিযান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানা থাকার সন্দেহে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে নেমেছে টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত দল।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সহযোগিতায় ১৭ জন জঙ্গিকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় সিটিটিসি দল ঘটনাস্থল আসে।