আর্কাইভ থেকে ফুটবল

লিগস কাপের সেমির আগে মেসিকে নিয়ে দুঃসংবাদ

লিওনেল মেসির আগমনে বদলে গেছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সামনে সুযোগ প্রথমবারের মতো লিগস কাপে ফাইনাল খেলা। বুধবার ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে জয় পেলেই হবে সেই লক্ষ্য পূরণ।

তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মেসিকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।  একটি পাসিং ড্রিলসে অংশ নেওয়ার সময় হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে আটকে পড়েন তিনি। এ সময় অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন মেসি।

মূলত এরপর থেকেই সেমিফাইনালে মেসিকে পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কাটা জাগছে। তবে মায়ামির কোচ টাটা মার্টিনো নিশ্চিত করেছেন মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই।

আর্জেন্টাইন কোচ বলছেন, 'যদি এটা গুরুতর কিছু হতো, তাহলে আমি নিশ্চিত যে সবাই চিন্তিত হয়ে পড়ত। আমিই কেবল সেশনের অংশে ছিলাম কারণ পরে একটি মিটিং করেছি এবং প্রস্তুতি শেষ করছি। তাই ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। যেহেতু সবাই স্বাভাবিক ছিল, আমার ধারণা তেমন কিছুই হয়নি।'

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন