আর্কাইভ থেকে ক্রিকেট

অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন স্টোকস

বেশ কিছুদিন থেকে গুঞ্জন চলছিল অবসরে ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরবেন বেন স্টোকস। অবশেষে তা সত্যি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রেখেছে তাঁকে।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েছিলেন স্টোকস। সর্বশেষ সাদা বলে তিনি খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেখানেও ছিল ৫৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস। আসন্ন ভারতে বিশ্বকাপে স্টোকসকে দলে পেতে চেয়েছিলেন সতীর্থ থেকে শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সিরিজে ফেরায় তার ভারত বিশ্বকাপ খেলাও একরকম নিশ্চিতই বলা যায়।

আগামী ৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন এই সিরিজে স্টোকস ফিরলেও ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জোফ্রা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন