কুমিল্লাকে চ্যালেঞ্জ ছুঁড়লো ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকার। আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং তাণ্ডবের পর তামিম ইকবালের কার্যকরী ইনিংসে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৮২ রানে টার্গেট দিয়েছে তারা। ৩ চার ও ৪ ছক্কায় মাত্র ৪১ বলে ৭০ রান করেন রিয়াদ। এছাড়া আগের ম্যাচে শতক হাঁকানো তামিম করেন ৩৫ বলে ৪৭ রান।
কুমিল্লার হয়ে জোড়া উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। বল হাতে সবথেকে খরুচে ছিলেন আফগানিস্তানের করিম জানাত।
টানা তিন ম্যাচে তিন জয় তুলে টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে অভিজ্ঞতায় টইটুম্বর মিনিস্টার ঢাকার রয়েছে মিশ্র অভিজ্ঞতা। তিন ম্যাচে দুই জয় পেলেও এখনো সেরা একাদশ সাজাতে ব্যর্থ মাহমুদউল্লাহর দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), এমডি শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, করিম জানাত, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, এমডি আরিফুল হক।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ:
মাহমুদ উল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাইম শেখ, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, কায়েস আহমেদ।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
হাসিব মোহাম্মদ