অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যু: মাইক্রোবাসের ২ সহযোগী গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর ঘটনায় মাইক্রোবাসের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেলো মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাভারের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: হানিফ মিয়া ও ইমরান। এর আগে নিহতের পরিবারের সদস্যরা সাতজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।
মঙ্গলবার দুপুরে সাভারের বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মাইক্রোবাস চালক ও তার সহযোগীরা রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখে ও চাবি কেড়ে নিয়ে অ্যাম্বুলেন্সের চালক ও সহযোগিকে মারধর করে। ওই সময় অ্যাম্বুলেন্সের ভিতরেই ছটফট করে মারা যায় ক্যান্সার আক্রান্ত নয় বছরের শিশু আফসানা।
তাসনিয়া রহমান