আর্কাইভ থেকে ফুটবল

নাপোলিকে লিগ জেতানো স্পালেত্তি ইতালির নতুন কোচ  

সিরি ‘আ’তে  নাপোলিকে ৩৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন করা লুসিয়ানো স্পালেত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।  গত রোববার ইতালি কোচের পদ থেকে রবার্তো মানচিনি সরে দাঁড়ানোর পর  তাঁর জায়গায় ইতালি কোচের দায়িত্ব নিলেন স্পালেত্তি।

গতকাল শুক্রবার এফআইজিসির বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, ‘ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব পালনে রাজি হয়েছেন লুসিয়ানো স্পালেত্তি, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।’

২০২৪ ইউরো বাছাইপর্বে ৯ সেপ্টেম্বর উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইতালি। এর তিন দিন পর মিলানে ইউক্রেনের মুখোমুখি হবে স্বাগতিকেরা। তার আগে স্পালেত্তিকে আনুষ্ঠানিকভাবে ইতালির কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

৬৪ বছর বয়সী এ কোচের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২১ ইউরো জিতলেও গত বছর কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন