শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে : শিক্ষামন্ত্রী
শ্রেণিকক্ষে পাঠদান আগামী ৬ ফেব্রুয়ারির পরও বন্ধ থাকবে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবলায়ে এ কথা বলেন তিনি।
এর আগে ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।
মুক্তা মাহমুদ