আর্কাইভ থেকে বাংলাদেশ

রাবিতে ট্রাকচাপায় নিহতের ঘটনায় চালক ও তার সহকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেল নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরের হড়গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন কাশিয়াডাঙ্গার বাসিন্দা টিটু (৪২) এবং নবগঙ্গা এলাকার হামিম হোসেন কালু (২০)। তাঁদের মধ্যে টিটু ট্রাকচালক আর হামিম চালকের সহকারী।  

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।

এ ঘটনায় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন