আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানে বিস্ফোরণে উড়ে গেল শ্রমিকদের গাড়ি, নিহত ১১

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার (২০) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

উত্তর খাইবার পাখতুনকওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে সন্দেহভাজন ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ গেছে অনেকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাট্টক বলেন, 'তারা একটি নির্মাণাধীন সেনা পোস্টে কাজ করছিলেন। শ্রমিকদের বহনকারী একটি গাড়ির নিচে একটি আইইডি বিস্ফোরণ ঘটে।'

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।

এর আগে বেশ কয়েকটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে। আইএসসহ অন্যান্য সশস্ত্র ও বিদ্রোহী গোষ্ঠীগুলো এসব হামলার দায় স্বীকার করেছে।

গেলো মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক সমাবেশে একটি বড় বিস্ফোরণ ৪৫ জন নিহত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন