আর্কাইভ থেকে বাংলাদেশ

মমেকে করোনায় প্রাণ দিলো ৫ জন, শনাক্ত ২৪৫

ময়মনসিংহ মেডিকেলে (মমেক) একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।  শনাক্ত ২৪৫ জন।শনাক্তের হার ৩৩ শতাংশ।

মৃতরা হলেন: টাঙ্গাইলের সেকান্দর আলী (৭০), ময়মনসিংহ সদরের চান মিয়া (৭০), রেহেনা আক্তার (৬৮), আব্দুল লতিফ (৫৫) ও ভালুকা উপজেলার আনসার আলী (৬০)।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান জানান, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩ শতাংশ।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন