খুলনায় করোনায় মারা গেলো ৩ জন
দেশের অন্যান্য জায়গার মতো খুলনা বিভাগেও বেড়েছে করোনা সংক্রমণ। গেলো ২৮ ঘণ্টায় খুলনা সিটি মেডিকেলের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন: বাগেরহাটের মোংলার মোজাম শেখের ছেলে আনসার আলী (৬৫), কঢ়ুয়ার মালিপাঠান এলাকার হিরোন্ময়ের মেয়ে মাধুরী (৩২) এবং খুলনার তেরখাদার কুশলা গ্রামের হাজী আদিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৯০)।
আজ বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ২৪ ঘণ্টায় তার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। ১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে একদিনে করোনায় মারা গেছেন তিনজন।
এখন পর্যন্ত করোনায় এ বিভাগে মোট মারা গেছেন ৩ হাজার ২১৯ জন।
তাসনিয়া রহমান