আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা চলবে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা চলবে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নতুন ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাগুলো সময়মতই হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও চালু করা হয়।

অনন্যা চৈতী

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন