আর্কাইভ থেকে ফুটবল

গোল করে বিশ্বকাপ জেতানোর পরেই জানলেন বাবা মারা গেছেন  

স্পেন নারী দলের অধিনায়ক ওলগা কারমোনা। নারী বিশ্বকাপের ফাইনালে তার করা একমাত্র গোলে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।

তবে স্পেনকে জয়ের উল্লাসে মাতানো কারমোনা ম্যাচের পরেই পেলেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। বিশ্বকাপ ট্রফি নিয়ে ছুঁয়ে দেখার পর কারমোনা শুনতে পান, তার বাবা মারা গেছেন।

কারমোনার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে কিছু জানানো হয়নি।

রোববার (২০ আগস্ট) সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলটি করেন অধিনায়ক কারমোনা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন