খেলাকে কেন্দ্র করে শিশুর হাতে শিশু খুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর আঘাতে আরেক শিশু মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশুর নাম- হোসেন আলী (৭)।
আজ সোমবার (২১ আগস্ট) উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গেলো শনিবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের ছেলে হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের ছেলে ইমান আলী খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লাগে আহত হয়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
এ সময় তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) বুলবুল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।