আর্কাইভ থেকে ফুটবল

নেইমারকে ব্রাজিল দলে রাখায় খুশি নন আল-হিলাল কোচ   

সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমানো নেইমার জুনিয়রকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে ক্লাবটি। তবে নেইমারকে বরণ করে নিলেও এখনো অভিষেক করায়নি আল হিলাল। ব্রাজিলিয়ান তারকা চোট নিয়েই সৌদি আরবে যোগ দিয়েছেন এমনটি জানিয়েছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। নেইমার কবে মাঠে ফিরবে সেটিও জানেন না তিনি।

এদিকে ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার কথা নেইমারের। পরের ম্যাচটি পেরুর বিপক্ষে ১২ সেপ্টেম্বর।

তবে চোট থাকা সত্ত্বেরও এ দুই ম্যাচের জন্য নেইমারকে ব্রাজিল দলে রাখায় খুশি নন আল হিলাল কোচ। এই মুহূর্তে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য নেইমারের লম্বা ভ্রমণ করাটাও উচিত হবে না বলে মন্তব্য করেছেন।

গেল ফেব্রুয়ারি মাসে ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ গোলের জয় পাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। এরপর বাকি মৌসুম আর মাঠে নামতে পারেননি তিনি।

গেল মাসে প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য ফরাসি ক্লাব পিএসজি যখন জাপান সফর করে সে সময় দলে ফেরেন নেইমার। সফর শেষে আর পিএসজির জার্সিতে মাঠে নামা হয়নি তার। রেকর্ড বেতনে নাম লিখিয়েছেন সৌদি ক্লাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন