যে কারণে নেইমারকে ব্রাজিল দলে রাখায় অখুশি হিলাল কোচ
সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমানো নেইমার জুনিয়কে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে ক্লাবটি। তবে নেইমারকে বরণ করে নিলেও এখনো অভিষেক করায়নি আল হিলাল। তার কারণ ব্রাজিলিয়ান তারকা নাকি চোট নিয়েই সৌদি আরবে যোগ দিয়েছেন।
আল হিলালের কোচ জর্জ জেসুস , ‘নেইমার এখানে চোট নিয়ে এসেছে। তার পেশির ছোট্ট একটা চোট আছে। আমি জানি না, কখন সে ফিরবে এবং খেলা আর স্বাভাবিক অনুশীলনের জন্য তৈরি হবে।’
আরও পড়ুন: যে কারণে পিএসজি ছাড়তে হয়েছিল নেইমারকে
এদিকে ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলের হয়ে মাঠে নামার কথা নেইমারের। পরের ম্যাচটি তারা পেরুর বিপক্ষে খেলবে লিমায়, ১২ সেপ্টেম্বর। তবে এ দুই ম্যাচের জন্য নেইমারকে ব্রাজিল দলে রাখায় অখুশি তাঁর নতুন ক্লাব আল হিলালের কোচ।
মূলত ইনজুরিতে থাকা নেইমারকে ব্রাজিল দলে ডাকার কারণেই জেসুস খুশি নন, ‘ব্রাজিল দলে তার থাকাটা ঠিক হয়নি। ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তার ভ্রমণ করাটাও উচিত হবে না। সে তো এই মুহূর্তে পুনর্বাসনে আছে।’