আর্কাইভ থেকে ক্রিকেট

ব্যস্ততা ভালো লাগে সাকিব আল হাসানের

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব আল হাসান। এলপিএল শেষ করেই দুবাই গিয়ে উদ্বোধন করেছেন স্বর্ণের দোকান। সেখান থেকে সোমবার (২১ আগস্ট) দেশে ফিরে পরের দিনই আজ মঙ্গলবার বরিশালে একটি হাসপাতাল আয়োজিত বিনা মূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

বরিশাল থেকে দুপুরে ঢাকায় ফিরে বিকেলে আবার বনশ্রীতে একটি মুঠোফোন কোম্পানির শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব। এমন ব্যস্ততা ভালো লাগে বলেই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের।

গণমাধ্যম কর্মীদের সাকিব জানান, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।’

গ্লোবাল টি-টোয়েন্টি ও এলপিএল অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেছেন, ‘অভিজ্ঞতা বেশ ভালো ছিল। লঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল। কারণ, (এশিয়া কাপে) শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠ সম্পর্কে ধারণা হলো, ওদের খেলোয়াড়দের সম্পর্কেও ধারণা পেলাম। সেদিক থেকে ভালোই হলো।’

এ সম্পর্কিত আরও পড়ুন