আর্কাইভ থেকে ফুটবল

মেসিকে বিশ্রাম দিতে চান মায়ামি কোচ

ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়ে গেছেন লিওনেল মেসি।  সেই রেশ কাটতে না কাটতেই আরও একটি শিরোপা জয়ের সুযোগ মেসির সামনে।

আগামী বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে সিনসিনাতি এফসি। সেখানে জয় পেলেই মায়ামির পা রাখবে ইউএস ওপেন কাপের ফাইনালের।

কিন্তু সেমিতে মেসিকে বিশ্রামে রাখাতে চান মায়ামি কোচ টাটা মার্টিনো। অভিষেকের পর থেকে মায়ামির হয়ে এখন পর্যন্ত সবকয়টি ম্যাচেই খেলেছেন মেসি। প্রতি ম্যাচেই গোল করে দলের জয়ে রেখেছেন অবদান। টানা ম্যাচ খেলায় সে কারণে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না মায়ামি কোচ। সে কারণেই মেসিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন তিনি।

মার্টিনো বলেন, ‘বেশ কয়েকটি ম্যাচে টানা ৯০ মিনিট ধরে খেলছে মেসি। আমরা যে কারণে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি।’

তবে মেসি যে বিশ্রামে থাকার পাত্র নন সেটিও ভালো করেই জানেন মার্টিনো। তাই খেলা না খেলার বিষয়টি পুরোপুরি আর্জেন্টাইন এই দলপতির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

মার্টিনো এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না পরের খেলায় সে বিশ্রাম নেবে। খেলার প্রতি তার যে ভালোবাসা, তাতে খেলা চালিয়ে যাবে বলেই মনে হয়। তাই যতক্ষণ না সে কিছু বলছে, সে খেলবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন