আর্কাইভ থেকে প্রবাস

বিল বাকি থাকলে দেশে ফিরতে পারবেন না প্রবাসীরা

কুয়েতে প্রবাসীদের জন্য দিনকে দিন চালু হচ্ছে কঠোর নিয়ম-কানুন। ১৯ আগস্ট থেকে কুয়েত বিমানবন্দরে ট্রাফিক জরিমানা পরিশোধ করার আইন জারি হলে অনেক প্রবাসী দেশে ফিরতে পারেনি। সেখানে এবার চালু হলো নতুন আইন।

এরই মধ্যে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসীদের দেশ ছাড়ার আগে পানি ও বিদ্যুৎ খরচ বিল পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের নিজ দেশে ফিরতে দেয়া হবে না।

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে এই আইন কার্যকর হবে। প্রবাসীরা বিল পরিশোধ করতে পারবে অনলাইনে ‘mew-pay’ বা ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে। সর্বোপরি, কুয়েত সরকার যে উদ্যোগ নিচ্ছে প্রবাসীদের কাছে কোনো প্রকার বকেয়া বিল বা জরিমানা থাকা যাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন