পুনর্বাসন প্রক্রিয়ার থেকে বিশ্বকাপ খেলতে চান এবাদত
হাঁটুতে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদাত হোসেন। অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করায় এশিয়া কাপে খেলার ইচ্ছা বাদ দিতে হয় তাকে।
এই টাইগার পেসারের হাঁটুতে যে ইনজুরিটা হয়েছে সেটি ‘এসিআই গ্রেড ওয়ান’ লেভেলের। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এই ইনজুরি কাটিয়ে ফেরা সম্ভব, কিন্তু তাতে পুরোপুরি সুস্থ্য হওয়া সম্ভব না। পুরোপুরি সুস্থ্য হতে হলে তাকে করাতে হবে অস্ত্রোপচার।
তবে অস্ত্রোপচার করানো হলে কম করে হলেও ৮ থেকে ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। আর এমনটি হলে নিশ্চিতভাবে এবাদতকে ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে।
তাই বিশ্বকাপে খেলতে মরিয়া এবাদত অস্ত্রোপচার না করে আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবেন। বিশ্বকাপের পর নেবেন অস্ত্রোপচারের সিদ্ধান্ত।
এদিকে এবাদতকে বিশ্বকাপে পেতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি। বোর্ডের রিপোর্ট দেখে আসবে সিদ্ধান্ত।