অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ
আসন্ন এশিয়া কাপে জায়গা না হলেও বিশ্বকাপের ভাবনায় থাকায় প্রস্তুতিমূলক ক্যাম্পে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্প থেকেই নেয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে ক্যাম্পে অবস্থান করছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এর আগে গত সোমবার (২১ আগস্ট) জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারত বিশ্বকাপে অংশগ্রহনের জন্য ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না মাহমুদউল্লাহ। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না তিনি।
তবে বুধবার (২৩ আগস্ট) ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। মিরপুরের মাঠে ফিল্ডিং অনুশীলন করেছেন তিনি। অনুশীলনের সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে তাঁকে।
এদিকে এশিয়া কাপের দলে ডাক না পাওয়ায় গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন মাহমুদউল্লাহ। তবে গেল (২০ আগস্ট) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর।