আর্কাইভ থেকে বাংলাদেশ

আইপিএলের জন্য বিপিএল-কে টাটা দিলেন রাসেল

কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন ক্যাম্প। তাতে যোগ দিতে মাঝপথেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিনিস্টার ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আগামীকাল (রোববার) রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন এই জ্যামাইকান অলরাউন্ডারের। 

গতকাল (০৪ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি ছিলো রাসেলের শেষ ম্যাচ। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় খেলা হয়নি তারা। দল ছাড়ার আগে তিনি বলেছেন, ‘আমার শেষ ম্যাচটা আজ বৃষ্টিতে ভেসে গেলো। আমি যা করতে চাচ্ছিলাম সেটা হলো সবাইকে বিনোদন দেওয়া, ভালো সময় কাটানো, ভালো একটা বিদায় নেওয়া। বৃষ্টির জন্য তা হলো না।’

টুর্নামেন্টের বাকি সময়ের জন্য মাহমুদউল্লাহদের শুভকামনা জানিয়েছেন রাসেল, ‘সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মতো দল। মিনিস্টার ঢাকার সমর্থকেরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমিও সমর্থনে অংশ নেব। টুর্নামেন্টের আরো অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। ’

এবারের আসরে বিপিএলে ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। চার ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। ব্যাটিংয়ের দিক থেকে নিজের সেরা ছন্দে না থাকলেও ৮ উইকেট নিয়েছেন রাসেল।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন