আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসি গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটিতে যাদের মনোনীত করলেন রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক সির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে মনোনয় দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ অনুযায়ী কমিটির অপর সদস্যরা হলেন- প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান। তিনি এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

তাদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হককে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন। বাকীরা আইন অনুযায়ী সাংবিধানিক পদ থেকে এসেছেন।

এরমধ্যে প্রধান বিচারপতি মনোনীত করেছেন বিচারপতি দুইজনকে। অপর দুইজন সাংবিধানিক পদ থেকে সরাসরি এসেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। সেই কমিশনের অধীনেই হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ সম্পর্কিত আরও পড়ুন