আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মিয়ানমারের সেনা সরকারের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক সংস্থাগুলোকে রপ্তানি বন্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নতুন এ নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন।

ব্রিটিশ সংবাদ সংস্থা জানায়, গেল বুধবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৩৮ জন নিহত হওয়ার পর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারও বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে পুলিশ। তবে এ দিন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত ৫৪ জন। এক হাজার ৭শ’ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৯ জনই সাংবাদিক।

এদিকে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আজ রুদ্ধদার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন