আর্কাইভ থেকে ফুটবল

লিভারপুলের কাছে সালাহ ‘বিক্রির জন্য নয়’

লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহকে বিশাল অংকের প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। সৌদি ক্লাবটির আক্রমণভাগে করিম বেনজেমার যোগ্য সতীর্থ হিসেবে মিসরীয় এই তারকাকে চেয়েছিল সৌদি ক্লাবটি। কিন্তু লিভারপুল তাদের সেরা তারকাকে বিক্রি করবে না।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন সংবাদ প্রকাশ করেছে, সালাহর জন্য কোন প্রস্তাবই গ্রহন করবে না লিভারপুল। অর্থাৎ যত বড় অংকের প্রস্তাবই দেওয়া হোক না কেন, লিভারপুলের কাছে সালাহ ‘বিক্রির জন্য নয়’।

লিভারপুলে সালাহর সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো গেল মাসে ৪ কোটি পাউন্ডে আল ইত্তিহাদে যোগ দেন। ইএসপিএনকে সেই সূত্র জানিয়েছে, সালাহর বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে রাজি আল ইত্তিহাদ।

সংবাদমাধ্যম গোল ডট কমের সংবাদকর্মী বেন জ্যাকবসের একটি টুইটের বরাত দিয়ে জানিয়েছে, আল ইত্তিহাদের পক্ষ থেকে সালাহকে বলা হয়েছে সৌদি আরবে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো।

এ সম্পর্কিত আরও পড়ুন