আর্কাইভ থেকে বাংলাদেশ

বাদামের খোসায় নান্দনিক পূজা মণ্ডপ

ব্যতিক্রমী কিছু তৈরি করা মুন্সিগঞ্জের নবীন সংঘের স্বেচ্ছাশ্রমিকদের প্রায় শখের মতো। এবার তাঁরা তৈরি করেছেন প্রায় ৮০ কেজি বাদামের খোসায় সরস্বতী পূজার মণ্ডপ।ককশিটের উপর ধাপে ধাপে বাদামের খোসা লাগিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক এ পূজামণ্ডপ ও প্রতিমা। 

আয়োজকরা জনান, মণ্ডপের উচ্চতা ১৪ ফুট আর প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুট। পেশাদার শিল্পী নয় প্রতিমা তৈরি করেছেন আয়োজক সংঘের সদস্যরা। এছাড়াও পূজামণ্ডপ থেকে শুরু করে সব কাজই করেছেন তাঁরা। সংগঠনের ৩৫ জন যুবক প্রায় দেড় মাস কাজ করে এ পূজামণ্ডপটি তৈরি করেছে। প্রতি কেজি ৭০ টাকা বাদামের খোসায় মোট খরচ পড়েছে ৫ হাজার ৬০০ টাকা। আর আনুষঙ্গিক সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। মণ্ডপ বানাতে এক মাস এক দিন সময় লেগেছে। 

গেল শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই দর্শনার্থীরা মণ্ডপে এসে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। বাদামের খোসায় মণ্ডপ তৈরির খবর শুনে দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। দূর দূরান্ত থেকে মানুষজন এসে ভীড় করছেন নান্দনিক এ মণ্ডপ দেখতে।  

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন