বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হলো।
শুক্রবার (২৫ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটি অনুমোদন দেন।
গত বছরের ৩০ জুন মো. আবু হোরায়রা সভাপতি ও এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
একইদিন এই ইউনিটের অন্তর্ভুক্ত দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ আরো নতুন করে ২১টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।
আবু হোরায়রা বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে সারাদেশে অবস্থিত আরো ৭৫টি বিশ্ববিদ্যালয়ের কমিটি খুব দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা হবে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে ঢেলে সাজানো হবে। সংগঠনকে সুসংগঠিত করে ছাত্রদলের শক্তিশালী অবস্থান তৈরি করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইসহ অতীতের মতো সব গণতান্ত্রিক এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, গ্রিন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি।