মুম্বইয়ের শিবাজি পার্কে কিংবদন্তির শেষকৃত্য
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই সুর সম্রাজ্ঞীর শেষকৃত্য রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।
সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মহারাষ্ট্রভূষণসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।
লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন।
তাসনিয়া রহমান