আর্কাইভ থেকে দেশজুড়ে

ট্রাফিক পুলিশ সদস্য হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহতের ঘটনার সাথে জড়িত  চালকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো কামাল হোসেন।

তিনি বলেন, জেলা শহরের পুরাতন জেলাখানা মোড়ে ট্রাফিক পুলিশ সদস্য গত ২৪ অগাস্ট দায়িত্ব পালন করছিল। ভোর ৬টার দিকে একটি ট্রাক বালাসীঘাট থেকে বিভাগীয় শহর রংপুরে দিকে যাওয়া সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে  চাকার নীচে পিষ্টে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পুরাতন ব্রীজ দিয়ে সুন্দরগঞ্জ অভিমুখে পালিয়ে যায়। সিসি ক্যামরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ট্রাকটি সনাক্ত করা হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ঘাতক ট্রাকটি সনাক্ত করা হয়। পরবর্তীতে ২৫ শে আগষ্ট  ঘাতক ট্রাক ও ড্রাইভার কে ধরতে জেলা পুলিশের বিশেষ অভিযানে রংপুরের মাহিগঞ্জ থেকে ঘাতক ট্রাক, ট্রাক ড্রাইভার জামাল হোসেন, ট্রাকটির মালিক আনিসুর রহমান ও হেলপার মশিউর রহমান কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ সদস্যকে ট্রাকের চাকার নীচে পিষ্টে হত্যার করার কথা স্বীকার করেছেন।

আসামীদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন