আর্কাইভ থেকে দেশজুড়ে

কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কবরস্থানের পুরাতন ১০টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গেলো শনিবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ভেলাতৈর ভদ্রপাড়া গোরস্থানে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমে জানান পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ।

পুলিশ জানায়, সকালে পীরগঞ্জ উপজেলার ভদ্রপাড়া গোরস্থানে যায় স্থানীয়রা। তারা কবরগুলি উন্মুক্ত অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ১০টি খোঁড়া কবর শনাক্ত করেন। তবে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান পুলিশ।

কবরগুলি ৪ মাস হতে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে কঙ্কালের অংশও পড়ে থাকতে দেখা যায়।

এদিকে বিষয়টি জানাজানির পরে ঘটনাস্থালে পরিদর্শনে আসেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক।

এর আগেও ২০২২ সালের ৩০ জুলাই পীরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন