আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশকে নিরাপত্তা দিবে পাকিস্তান সেনাবাহিনী

এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে দেশটিতে অনুষ্ঠিত হবে মাত্র চারটি ম্যাচ। আর এই ম্যাচ গুলোতে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনো কমতি রাখছে না দেশটির সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে। আর সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তার জন্য থাকবে বিশেষায়িত বাহিনী পাঞ্জাব রেঞ্জার্স।

ভারতের আপত্তির কারণে আয়োজক হয়েও নিজেদের দেশে চারটির বেশি ম্যাচ আয়োজন করতে পারছে না পাকিস্তান। এই চার ম্যাচের ভেতর উদ্বোধনী ম্যাচটি হবে মুলতানে। সেই ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নেপাল।

এরপর ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি হবে লাহোরে। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ সেপ্টেম্বর লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন