আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় ৩০০ জনকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

ইরাকের রাজধানী বাগদাদে এক বোমা হামলার দায়ে জড়িত থাকার অপরাধে ৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি

২০১৬ সালে বাগদাদে ওই হামলায় ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সে সময়ে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস)।

ওই সময়ে পবিত্র রমজান মাসে বাগদাদের মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছিল। কেনাকাটায় ব্যস্ত থাকার মধ্যে বাগদাদের কাররাদা শপিং এলাকায় ৩ জুলাই হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়। এতে ৩০০ শতাধিক মানুষ প্রাণ হারায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি। ইরাকের ইতিহাসেও এটিই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ঘটনা।

বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চল ২০১৪ সালে দখলে নিয়েছিল আইএস। এরপর ইরাকের সরকারি বাহিনী বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেয়া শুরু করলে বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালাতে শুরু করে আইএস।

পুরো সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাদের সহায়তায় আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় ইরাক। ২০১৭ সালের শেষের দিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন