রূপগঞ্জে চার পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট)সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার হোমনা থানার দরিচর উপজেলার নূর মোহাম্মদ লাদেনের ছেলে আরিয়ান ইসলাম (২৫), বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গার বিল এলাকার মনা মিয়ার ছেলে রিপন (৩২), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত মিছির আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মাদারীপুর জেলার ডাষার থানার পশ্চিম বোতলা জাহাঙ্গীর মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫)।
আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।