বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন জিএস আজমীর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন 'বাংলা ভাষা-সাহিত্য পরিষদে'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শাইমুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আজমীর হোসাইন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন ও মো. শাইমুন মিয়া। উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা শেষে ফলাফল সমান হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মো. শাইমুন মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এতে সাহিত্য সম্পাদক পদে মো. আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান অনিক, ক্রীড়া সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আবু হানিফ, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে হামিদুর রহমান আজাদ, সহ-প্রচার সম্পাদক পদে মো. কাউসার আলম নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য, নতুন এ কমিটি 'বাংলা ভাষা-সাহিত্য পরিষদে'র ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটির দায়িত্ব পালন করবে।